লালমোহনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়াও মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫৫ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ভোলা লালমোহনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার আছর বাদ লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুর রহমান, মোঃ সবুজ, কাচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা বিমানবন্দর থানা বিএনপির নেতা মোঃ বশির আহমেদ, লালমোহন সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ সবুজ, কালমা ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম সম্পাদক মোঃ রাশেদ, গজারিয়ায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল, ৮ ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাবুদ্দিন, হাফেজ নূর হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন।