পাইকগাছায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫১ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৫ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
খুলনার পাইকগাছায় বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় বিক্ষোভ শেষে পুরাতন পরিবহণ চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির এ সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাড,জিএম আব্দুস সাত্তার, শাহদাৎ হোসেন ডাবলু, এসএম এনামুল হক, মোঃ আসলাম পারভেজ, এসএম এমদাদুল হক, সেলিম রেজা লাকি, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, আমিনুল ইসলাম বজলু, কাজী সাজ্জাদ হোসেন মানিক, দেবেন ঘোষ, সাদ্দাম হোসেন ও ফারুক আহম্মেদ।