শ্রীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহ্ফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, আলোচনা সভা এবং বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় পৌর শহরের শ্রীপুর বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিক্ষোভ সমাবেশ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর পরিচালনায় উক্ত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য ড. রফিক ই মোহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি এডঃ কাজী খাঁন, শ্রীপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শেখ আব্দুর রাজ্জাক, বিএনপির নেতা মোসলেহ উদ্দিন মৃধা, আফাজ প্রধান, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, শাহজাহান সজল, এডঃ আহসান কবির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগম, আশ্রাফ আলি মিজান, মুনসুর আহমেদ, টিপু সুলতান, কবির সরকার, রফিক ইসলাম আকন্দ, আলমগীর হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন বেপারী, উবাইদুর রহমান, সোহেল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী, নজরুল ইসলাম মিলন, শ্রমিক দলের নেতা বাচ্চু মিয়া, আমানুল্লাহ আমান, ছাত্রদলের নেতা আমিনুল ইসলাম সরকার, মামুন আকন্দ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মারুফ, শাহজাহান চঞ্চল, মিনহাজ সরকার, ইজ্জত আলী ফকির, মশিউর রহমান নয়েস, খোকন প্রধান, এডঃ আবু জাফর সরকার, নঈমদ্দিন ফকির, আবুল বাশার সরকার, জসিম উদ্দিন, ফজলুল হক, এমদাদ মন্ডল, শহিদুজ্জামান সাজু, বেলায়েত হোসেন এমরান ছাত্রদল নেতা আজিজুল হক রাজন। আলোচনা শেষে দেশবাসী এবং বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়েছে।