দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি'র বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি অনুযায়ী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,পৌর বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ সোমবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি শ্রীমঙ্গল নতুন বাজার হইতে শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে স্টেশন চত্বরে শেষ হয়। মিছিল শেষে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি নূরে আলম সিদ্দিকী সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক তুহিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজু। পৌর বিএনপি'র আহবায়ক জয়নাল চৌধুরী, পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, উপজেলা বিএনপি'র সহ সভাপতি নুরুল ইসলাম মবশ্বির, সিনিয়র সহ-সভাপতি আরফিন হাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক শাহ আব্দুল মুহিদ নিলু, উপজেলা বিএনপি'র সহ-প্রচার সম্পাদক রুবেল আহমদ, উপজেলা বিএনপি'র সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক, সোহেল আহমেদ, মুক্তিযোদ্ধা সম্পাদক আইনউদ্দিন, আশিদ্রন ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামছুল হক, সাতগাও ইউনিয়ন বিএনপি'র সভাপতি রাব্বি আহমেদ, মির্জাপুর সহ সভাপতি আব্দুল নুর, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহব্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ম-আহব্বায়ক আব্দুল মুহিত কদর, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা সোলেমান মানিক ও হেলাল উদ্দিন কালা। তাঁতি দলের সভাপতি সবুজ আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ, প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খাঁন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল আহব্বায়ক জালাল উদ্দিন, সদ্যস সচিব সাইফুল, পৌর ছাত্রদলের আহব্বায়ক জাহিদ, সদস্য সচিব রিমন আহমদ, ছাত্রদল যুগ্ম-আহব্বায়ক আব্দুস শহিদ ও জাহাগীর হোসেন, প্রজন্মদল সিনিয়র সহসভাপতি আজাহ হোসেন, কালাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শেখ রুহিন আহমেদ, সাধারণ সম্পাদক সোলেমান সিয়াম, সহ সাধারণ সম্পাদক আহমেদ পারভেজ। কলেজ ছাত্রদল হাসনাত ও জুনায়েদসহ প্রমুখ।