বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আজ সোমবার বাদ যোহর জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দিন তত্বাবধানে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহবায়ক নোমান ফারুকী, মহানগর কৃষক দল যুগ্মআহবায়ক জসিমউদদীন, পটিয়া পৌরসভা কৃষক দল আহবায়ক নজরুল ইসলাম, পটিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল করিম, সদস্য সচিব আবু বক্কর, ওলামা দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম ছানুবীসহ নেতৃবৃন্দ।
আলহাজ্ব সৈয়দ এম. সাইফুদ্দিন বলেন,বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তাঁকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। তার জীবন রক্ষার জন্য দেশের বাইরে তার চিকিৎসা করার ব্যবস্থা নেয়া হোক। অন্যথায়, সকল দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু কামনা, শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করা হয়।