নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে পাইকগাছা বিএনপি বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে খুলনার পাইকগাছা থানা ও পৌর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কর্মসূচীকে ঘিরে কঠোর অবস্থানে ছিলো পুলিশ।
আজ সোমবার সাকাল সাড়ে ১১ টায় পুরাতন পরিবহন কাউন্টারের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে হাজির হয়ে একত্রিত হয় দলের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহবায়ক চিকিৎসক আব্দুল মজিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম কবির।
এ ছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক আইনজীবী আব্দস সাত্তার, জেলা বিএনপি নেতা জাফরিন নেওয়াজ চন্দন, বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহাতাৎ হোসেন ডাবলু, এস এম এনামুল হক, এস এম ইমদাদুল হক, শেখ ইমাদুল ইসলাম, আসলাম পারভেজ, সেলিম রেজা লাখি, সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, প্রনব কান্তি মন্ডল, মোস্থফা মোড়ল, সাইফুল ইসলাম তারিক, ইব্রাহীম গাজী, নাজির আহম্মদ, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, আমিনুর সরদার, তৌহিদুজ্জামান মুকুল, জি এম রুস্তুম আলী, সাজ্জাত আহম্মদ মানিক, মেছের আলী সানা, সরদার ফারুক আহম্মদ, আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু,আনারুল কাদির, ইমরান হোসেন, আবু মুছা, হাকিম সানা, আসাদুল্লাহ আল- গালিব, শেখ ইব্রাহিম, সরজিত ঘোষ দেবেন, লক্ষী রানী গোলদকর, যোজ্ঞেস্বর কাত্তিক, আনারুল ইসলাম, সাদ্দাম হোসেন, গাজী সোহেল আহম্মেদ।