গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:০৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কাপাসিয়া-ঘাগটিয়া সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিক্ষোভ মিছিল শেষে ঘাগটিয়া চালার বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নানতুল ফেরদৌসী, বিএনপি নেতা সোলায়মান মোল্লা, সেলিম হোসেন আরজু, বজলুর রশীদ নয়ন, সাইফুল ইসলাম মোল্লা, মাসুম সরকার, আবুল কাশেম মাষ্টার, নূর উদ্দিন, মাসুদ মোল্লা, জেলা যুবদল নেতা জাকারিয়া পারভেজ, জ্যাকি চৌধুরী, আক্তারুজ্জামান নুর, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, মহিলা দল নেত্রী ডালিয়া, তানিয়া, নাজনীন প্রমূখ।
এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে স্থানীয় কামারগাঁও বাজার, আড়াল বাজার, কবিরের বাজার, ইকুরিয়া বাজার, ধানদিয়া বটতলা, রানীগঞ্জ বাজার, তারাগঞ্জ বাজার ও রাওনাট বাজারে বিএনপি দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, ফকির কামাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মঞ্জুর হোসেন মিলন, উপজেলা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, যুবদল নেতা জাকারিয়া পারভেজ, জ্যাকি চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।