নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩২ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপি সভাপতি মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াসিন আলি মেম্বার, মোস্তাজুল খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, এসএম আমিনুল ইসলাম, আরশাফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, সেচ্ছাসেকদল নেতা ফজলুল হক ও স্বপন প্রমূখ।