বেগম জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১২ জুন) উপজেলার হাসপাতাল রোডস্থ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জিএস শফিকুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী মন্ডল, যুগ্ম আহবায়ক ওবায়দুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ লিটন, তরিকুল ইসলাম তালাশ, আরমান মেম্বার, তুহিন, রবিন আহমেদ, ইফতেখার ফিরোজ আহমেদ, রাশেদুল ইসলাম রুপম, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, সুঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম মানু, কুসুম্বি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালমান, গাড়িদহ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন, আরো উপস্থিত ছিলেন মিলন, রহিম, মাসুদ, মিজান প্রমুখ।