খালেদা জিয়া'র উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দু'দিনের কর্মসূচি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:৪৯ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ এবং মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামীকাল ১৪ জুন এবং আগামী ১৫ জুন ২০২২, মঙ্গল ও বুধবার সারাদেশব্যাপী দু'দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
দেশব্যাপী সকল জেলায় অনুষ্ঠিতব্য কর্মসূচি ঃ
আগামীকাল ১৪ জুন ২০২২, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ এবং মুক্তির দাবিতে দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঢাকা সহ দেশব্যাপী সকল মহানগরে অনুষ্ঠিতব্য কর্মসূচি ঃ
আগামী ১৫ জুন ২০২২, বুধবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ এবং মুক্তির দাবিতে ঢাকা সহ দেশব্যাপী সকল মহানগরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ এবং মুক্তির দাবিতে দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।