হাসপাতালে জোনায়েদ সাকির শয্যাপাশে বিএনপি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ এএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১২:০৬ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে গত ০৭ জুন চট্টগ্রামে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ অন্তত ২০ নেতা-কর্মী ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন।
বর্তমানে তিনি রাজধানীর একটি কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শনিবার বিএনপির একটি প্রতিনিধি দল তাকে দেখতে হাসপাতালে যান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকার মহানগর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, ডাকসুর সাবেক এজিএস ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি নেতৃবৃন্দ জোনায়েদ সাকির সুস্থতা কামনা করেন এবং সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানান।