বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।
আজ রবিবার বাদ আছর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ গাজী সৈয়দ বুরহার উদ্দিন (র.) মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন।
দোয়া মাহফিল মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সহ-সভাপতি ফারজানা বক্ত, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলি আক্তার, সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ-দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, মহিলাদল নেত্রী জান্নাতুল ফেরদাউস, ছাইমা আহমেদ আশিন, আখলিমা বেগম সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।