সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ রবিবার বিকালে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি রোডস্থ সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের বাড়ীর আঙ্গিনায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য(সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদায়) এস এম আনোয়ার হোসেন রাজেশ ও সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য (সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদায়) আব্দুল্লাহ আল কায়েস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।