ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ফরিদপুরে আজ রবিবার বাদ যোহর শহরের চকবাজার জামে মসজিদে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইউম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি শেখ কৌশিক আহম্মেদ অনিক, আব্দুল্লাহ-আল-মামুন রতন, শামীম খান কায়েস, অনিক খান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, সোহান আল মাহমুদ, জুয়েল মৃধা, সহ-সাধারণ সাজিব মাহমুদ ইজাজুল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, সাহিত্য সম্পাদক পারভেজ খান, অর্থ সম্পাদক নাজমুল, সহ-দফতর সম্পাদক বায়জিদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।