আব্দুস সালাম ও সানজিদা-কে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৬ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০২:১০ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম-কে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (১২ জুন) দুপুরে বিএনপি মহাসচিব চিকিৎসকের কাছে থেকে আব্দুস সালাম এর শারীরিক খোঁজ নেন।
সেসময় মহাসচিব এর সাথে ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
পরে বিএনপি মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি-কে দেখতে যান এবং তার শারীরিক খোঁজখবর নিয়ে তার পাশে কিছু সময় অতিবাহিত করেন।