পাবনা জাসাসের ওয়ার্ড থেকে ইউনিয়ন "জাতীয়তাবাদ এবং জিয়া পরিবার" শীর্ষক প্রগ্রামের সুচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০২ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
"গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান" স্লোগান নিয়ে পাবনা জেলা জাসাস ও ছবির গল্প আয়োজিত "জাতীয়তাবাদ এবং জিয়া পরিবার, ওয়ার্ড থেকে ইউনিয়নে" শীর্ষক তৃণমূলের ১০৫টি প্রগ্রামের শুভ সূচনা হলো পাবনা সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়ন হাট প্রাঙ্গনে।
গতকাল শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে শুরু হয়ে চলে রাত্রি ১০ টা পর্যন্ত।
জেলার প্রতিটা তৃণমূলে প্রথম পর্বের ১০৫ টি প্রগ্রাম অনলাইনে উদ্বোধন করলেন বিএনপির রাজশাহী বিভাগের সহঃ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলো জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মাহমুদুন্নবি স্বপন, সদর পৌর বিএনপির সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও স্থানীয় সাধারণ জনগণ।
উক্ত আয়োজনে আমন্ত্রনে ছিলেন জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভুঁইয়া ও ছবির গল্প সমন্বয়ক সানজিদা পরাগ। সভাপতিত্ব করেন জেলা জাসাস এর আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ। সঞ্চালনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত এবং সকলে দাঁড়িয়ে স্বকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ছবির গল্প গত ১৫ বছর সারাদেশে যে কর্মসুচিগুলো বাস্তবায়ন করেছেন তার খন্ডচিত্র প্রদর্শন হয় এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর ভিডিও চিত্র প্রদর্শন হয়। উপস্থিত সকলের মাঝে ১৯ দফা ও ছোট বুকলেট এবং ফোল্ডার বিতরণ করা হয়।
আয়োজনটি স্থানীয় মানুষের মনে জায়গা করে নেয়ায় তারা তাদের এলাকায় এমন আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন৷ খালেদ হোসেন পরাগ বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতা পেলে নেতায় নেতায় বিভক্ত ভুলে সকলে শহীদ জিয়ার সৈনিক পরিচয়ে জনসাধারণকে জাগিয়ে তুলতে ও ভোট এবং ভাতের অধিকারে আমরা এমন আয়োজন বছর ব্যাপী ১০৫ টি জায়গায় প্রথম পর্ব প্রচার করতে চাই।
জুবায়ের খান প্রিন্স বলেন, জাসাস এর পাবনা জেলা ও সকল উপজেলা এবং পৌর শাখা কমিটির কার্যক্রম চলছে, আগ্রহীরা সকল কর্মকান্ডে অংশ নিন এবং ভিন্ন ধারার দেশ প্রেমে অংশ নিয়ে দলকে শক্তিশালী করুন।
সানজিদা পরাগ বলেন, দেশের জন্য, সামাজিকতা ও মানবিকতার জন্য নারী, পুরুষ, বৃদ্ধ, শহর, গ্রামের সকলকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন তথ্য ভিত্তিক ভিডিও চিত্র দেখে জানতে ও বুঝতে হবে। জাসাস ও ছবির গল্পের পাশে থেকে ১০৫ টি প্রগ্রাম সফল করার আহ্বান জানান।