নিত্যপন্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সৈয়দপুরে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১১:১০ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার নিঃশর্ত মুুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সৈয়দপুর বিএনপি।
গতকাল শনিবার (১১ জুন) কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে এবং খালেদা জিয়ার মুক্তিসহ নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানিয়ে প্রধান অতিধির বক্তব্য বলেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিত্রনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শাহীন আকতারের সঞ্চালনায় সামবেশে অন্যদের মধ্যে বক্তব্য বলেন-জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. এস এম ওবায়দুর রহমান, যুগ্ন আহবায়ক যথাক্রমে প্রভাষক শওকত হায়াৎ শাহ্ ও জিয়াউল হক জিয়া, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, যুগ্ন আহবায়ক আবু সরকার, সদস্য সচিব ও জেলা স্বোচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, জেলা কৃষক দলের আহবায়ক মাজহারুল ইসলাম বসুনিয়া (মিজু), সদস্য সচিব সাজেদুজ্জামান সরকার দিনার, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক , সাধারণ সম্পাাদক তারিক আজিজ, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারন সম্পাদক রুপা বেগম, জেলা ছাত্রদল সভাপতি রিজওয়ান আক্তার (পাপ্পু) প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপি ছাড়াও, উপজেলা ও পৌর বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাতী দলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। এদিকে এই দাবিতে জেলা, থানা, পৌর ও কলেজ ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে।
গতকাল বিকেলে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।