আগামী দুই মাসের মধ্যে এই সরকারের পতন ঘটানো হবে : শাহীন শওকত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্বির প্রতিবাদে এবং মূল্য হ্রাস করার দাবীতে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়াস্থ বটতলার মোড় হতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে নগরীর সাহেব বাজার, কুমারপাড়া হয়ে সোনাদিঘীর মোড় ঘুরে ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। এসময়ে মহানগরীতে প্রানের সঞ্চার হয়। উৎসুক জনতা হাত নেরে মিছিলকে স্বাগত জানান।
এরপর ভূবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত বলেন, এই সরকারের ক্ষমতায় আর কোন প্রকার এখতিয়ার নাই। আগামী দুই মাসের মধ্যে গণআন্দোলন গড়ে তুলে এই বিনা ভোটের সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর জামাই মালয়েশিয়ায় কারাগারে দূর্নীতির দায়ে জেল খাটছেন। তাঁর বোন হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে নিয়ে গেছে। সরকারের প্রধান একের এক মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ছেলে সজিব ওয়াজেদ জয় এর নিকট পাঠিয়েছেন। কারন তিনি জানেন এদেশে জনগণ আর এই সরকার ও সরকার প্রধানকে দেখতে চায়না।
শাহীন আরো বলেন, গত কয়েকদিন হলো বাজেট দিয়েছে এই অবৈধ সরকার। যে বাজেটে দরিদ্র ও সাধারণ মানুষের কোন প্রকার ভাল কিছু নাই। এই বাজেট বিএনপি প্রত্যাক্ষান করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, মুসলিম জাহানের প্রধান হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে বিজেপির নেতারা কটুক্তি করলেও এই সরকার কোন প্রতিক্রিয়া জানাইনি। অথচ সারাবিশ্বে এটা নিয়ে তোলপার চলছে। খোদ ভারতেও বিক্ষোভ চলছে। এ থেকে বোঝা যায় এই সরকার কতটা ভারত প্রিয়। এই ভারতপ্রিয় অগণতান্ত্রিক সরকারকে বিতারিত করতে আগামী দ্ইুমাসের মধ্যে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সকল শ্রেণির মানুষকে রাজপথে নামার আহবান জানান তিনি।
সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য মতিউর রহমান মন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদা হাবিবা।
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রায়হানুল আলম রায়হান, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, রোকনুজ্জামান আলম, জাকিরুল ইসলাম বিকুল।
জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, সাবেক সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আলম মাস্টার ও মহিব্বুল জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা ও সদস্য সচিব হাসানুজ্জামান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবলু. জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল, সাধারণ সম্পাদক আরফিন কনকসহ মহানগর, জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।