কেশবপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩২ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জুন) বিকালে দলীয় কার্যালয়ে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জান মাসুদ.রেজাউল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন বাবু, নুরুজ্জামান চৌধুরী, আলমগীর কবির বিশ্বাস, আব্দুল হালিম অটল প্রমূখসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।