খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫০ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
আজ শনিবার (১১ জুন) বাদ আছর হযরত শাহ জালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগাহে হযরত শাহ জালাল (র.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আশিক উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, আ ফ ম কামাল, রফিকুল ইসলাম শাহপরান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট কামাল আহমদ, এ্যাডভোকেট আল আসলাম মুমিন, আকবার হোসেন, জেলা শ্রমিক দলের আহবায়ক সুরমান আলী, বিএনপি নেতা লায়েছ আহমদ, মাছুম রাজ্জাক রুমেল, মনিরুল ইসলাম তুরন, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন জীবন, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, শাহিন আলম জয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা মৎসজীবী দলের সদস্য সচিব ইসলাম উদ্দিন, বিএনপি নেতা মাহবুব আলম, হাজী পাবেল, জালাল উদ্দিন, সুমলে আহমদ চৌধুরী, আল মামুন, শাহীন আলম জয় প্রমূখ।