বগুড়ায় জিয়া পরিবারের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০১:১৫ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু বগুড়ায় জিয়া পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জুন) বাদ মাগরিব বগুড়ায় জিয়া পরিবারের পক্ষ থেকে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, খায়রুল বাশার, তৌহিদুল ইসলাম মামুন, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহাউদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, সাহিদুল ইসলাম বাবলু, সাইদুজ্জামান শাকিল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা মৎস্যজিবি দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শ্রমিকদল শহর কমিটির আহবায়ক নুরুল হুদা, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মন্ডল।
জিয়া পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেন সৈয়দ আমিরুল হক সজল দেওয়ান।