তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ফিরে আসবে : জামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:১৯ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক জামাল হোসেন বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গেছে। মানুষের ভোটাধিকার ফিরে পেতে হলে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ে এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে মানুষের ভোটাধিকার ফিরে আসবে এবং সাতকানিয়া লোহাগাড়ার মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
আজ শনিবার (১১ জুন) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারের হল রুমে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম.এ রহিম।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মেম্বার, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস ছামাদ, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোরশেদ, আব্দুল আলীম, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী, সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস, যুগ্ম আহবায়ক সৈয়দ বাহা উদ্দীন বুলু, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক শামীম সিকদার, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, নেজাম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, আবদুল মন্নান, নাজমুল হাসান সম্রাট, নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, আব্দুর রহিম, জিয়াউর রহমান, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ শাহজাহান, তাইফু রহমান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাছির, জিয়াউর রহমান জিয়া, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোওয়ার হোসেন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মিয়া, সদস্য সায়মুন খান হৃদয়, মোহাম্মদ সাকিল, সালমান, সামী, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মিনহাজ উদ্দীন, আবছার উদ্দীন, আব্দুল্লাহ আল রাফী, আব্দুর রহমান ইমন, মোহাম্মদ জমির সহ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি, সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।