খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ ১১ জুন (শনিবার) বাদে আছর চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বক এক সংক্ষিপ্ত সভা চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সভায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দ বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী রাজনীতির প্রতিহিংসার শিকার। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতেই বেগম জিয়ার উপর অমানষিক নির্যাতন চালানো হয়। যার ফলশ্রুতিতে তিনি আজ মৃত্যুর ঝুঁকিতে। বেগম জিয়ার কিছু হলে এর দায় বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকেই নিতে হবে। ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক দলের উপর হায়েনাদের দমন নির্যাতন চলছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতার মোহে আওয়ামী সরকার দেশ থেকে গণতন্ত্রকে কবরস্থ করার মাধ্যমে নিজেদেরকে হিংস্র করে তুলেছে। কিন্তু এখন জনগণ আওয়ামী সরকারের ভয়াবহ দু:শাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়স্থ মসজিদের খতীব মাওলনা এহসানুল উল্লাহ মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘ হায়াত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানান।
সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান বীরউত্তম ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহম্মদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মুহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, জাহিদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, সেলিম খান, এরশাদ উল্লাহ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক কামাল পাশা, ওসমান গনি সিকদার, মুজিবর রহমান রাসেল, জাফর আহমেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, মাহাবুবুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, জহিরুল ইসলাম জহির, হাফেজ কামাল উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, ইব্রাহিম খান, জাফর, সাদেক, সোহেল, ফারুক হোসেন স্বপন, নগর যুবদলের সদস্য মাহাবুব খান জনি, সাইদুল হক সিকদার, জাহেরী মাসুদ, থানা যুবদলের আহবায়ক, নূর হোসেন নুরু, মো. কুতুব উদ্দিন, মনজুর আলম, শেখ রাসেল, শওকত খান রাজু, নূর খান, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, মো. মিল্টন, রাসেল আকাশ, ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলি, মো: হাসান, মো: ইউনুস, জহিরুল ইসলাম, মো. ইউসুফ, মাসুদ আলম ও মুহাম্মদ সাইফুলসহ প্রমূখ নেতৃবৃন্দ।