বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩৭ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ শনিবার (১১ জুন) বিকেলে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়র জাকির, মামুনুর রশিদ মিঠু, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল ইসলাম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, শহিদ-উন্ন-নবী সালাম, মাফতুন আহমেদ খান রনি, মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মৎসজিবি দলের আহবায়ক ময়নূল হক বকুল, মাসুদুর রহমান হিরু মন্ডল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা.আশিক ইকবাল মাহমুদ স্বধীন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিলুর রহমান, সদস্য সচিব হোসেন আলী, আরাফাত রহমান কোকো পরিষদ জেলা কমিটির সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয় সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল পরিচলানা করেন রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাও: বেলায়েত আলী।