দেশে এখন নিরব দূর্ভিক্ষ শুরু হয়েছে : খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৩ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, চাল, ডাল, চিনি, তেলের দাম এখন আকাশ ছোয়েঁছে। দেশে এখন নিরব দূর্ভিক্ষ শুরু হয়েছে।
আজ শনিবার (১১ জুন) বিকেলে সারাদেশে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দাম হ্রাসের দাবিতে নরসিংদীতে বিএনপির চিনিশপুর কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, এখন হাজার হাজার মানুষ সস্তা মূল্যে পণ্যের জন্য টিসিবি ট্রাকের পিছনে লাইন দিচ্ছে। তারপরেও তারা পণ্য পাচ্ছে না। আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশে দূর্ভিক্ষ হয়, তারা লুটপাত করে, শেয়ারবাজারে লুটাপাত হয়, তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেয়।
তিনি বাজেট সম্পর্কে বলেন, তারা যে বাজেট পেশ করেছে তা লুটপাতের বাজেট। এ বাজেট জনগণের কোন কল্যাণে আসবে না। বাজেটে যে কালো টাকার সুযোগ দেয়া হয়েছে তারপরে সরকারের নেতাকর্মীরা যে ১৪ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা আবার তা দেশে এনে বৈধ করতে পারবে। যার ফলে সাধারণ মানুষ আরো গরীব হবে, ধনীরা আরো ধনী হবে।
এর আগে সারাদেশে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দাম হ্রাসের দাবিতে নরসিংদীতে শহরের চিনিশপুর বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধাঁ দেয়। পরে তারা চিনিশপুর বিএনপির কার্যালয়ের সামনেই বিক্ষোভ ও সমাবেশ করেন।
এসময় বিক্ষোভ ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক এ্যাড. আবদুল বাছেদ ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন ও এ কে এম গোলাম কবির কামাল, মাহমুদ হোসেন চৌধুরী সুমন, সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।