ফেনীতে ছাত্রদল নেতা মজুমদার রশীদ এর উপর আওয়ামী সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, রশীদ আহমেদ মজুমদার এর উপর গতকাল রাতে ফেনী কোর্ট মসজিদ এর সামনে আওয়ামী ছাত্রলীগ সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাত্রদল নেতা মজুমদার রশীদ এর উপর আওয়ামী ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর এহেন ঘৃণ্য বর্বরোচিত হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।