আওয়ামীলীগের দুঃশাসনের দিন শেষ : ডা. এজেডএম জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫৮ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে আসছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার বিকল্প নাই। দেশের মানুষের অধীকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এই আন্দোলনে জনগণের বিজয় হবে। আতীতে যে ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনতার বিজয় অর্জন করেছে। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারের অপশাসন লুটপাটে অতিষ্ট হয়ে উঠেছে। তাদের লুট তারাজের কারণে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ এখন দুঃখ কষ্টে আছে। এদের হাত থেকে দেশ ও মানুষ বাচাঁতে জনগণকে সাথে নিয়ে বিএনপি‘র প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এলক্ষ্যে সংগঠনের বিকল্প নাই।
আজ শুক্রবার রংপুর মহানগর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ অসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক।
মতবিনিময় সভা শেষে তিনি ডা. এ জেড এম জাহিদসহ নেতৃবৃন্দ নগরীর ১৩নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র আহ্বাযক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু.মাহনগর বিএনপি‘র সদস্য আলহাজ্ব কাওছার জামান বাবলা, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া, আনাসার আলী, রুহুল আমিন বাবলু, সুলতান আলম বুলবুল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, আরজানা বেগম.নাজমুল আলম নাজু, ইঞ্জিনিয়র আশিকুর রহমান তুহিন, শাহনেওয়াজ লাবু, আবেদ আলী, আব্দুস সালাম মিয়া, অ্যাডভোকেট একরামুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।