জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৪৮ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত আশুলিয়া থানার, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ শুক্রবার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হউন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শরিফুল আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, সদস্য সচিব আব্দুল হামিদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, আশুলিয়া থানা আহবায়ক কমিটির সদস্য আব্দুল মালেক, মোখলেছুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানিম ইকবাল, রাসেল, জাহাঙ্গীর আলম, এনামুল হক মনি আসলাম, আসাদ, আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করা শেষে দোয়া করেন।