বাজেট প্রতিক্রিয়া
জনগণ চাপে পড়বে : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রস্তাবিত বাজেটে ‘জনগণ সর্বমুখী চাপের মুখে পড়বে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, জনগণ অবশ্যই চাপের মুখে পড়বে। কারণ মানুষের জীবনযাত্রার মান যখন কমতে থাকে, তখন এই চাপটা তো সব জায়গায় অ্যাফেক্ট করে। এটা তার দৈনন্দিন জীবনে তার পুষ্টির ওপর আঘাত করে, তার স্বাস্থ্যের ওপর আঘাত করে, তার মানসিক অবস্থার ওপর আঘাত করে, তার শিক্ষার ব্যবস্থার ওপর আঘাত করে, তার পারিপার্শ্বিক যে অবস্থান সেটার ওপর আঘাত করে।
প্রস্তাবিত বাজেটে বিদেশে থাকা সম্পদের ‘দায়মুক্তির’ বা ‘কর ছাড়’ এর ঘোষণাকে ‘অনৈতিক’ বলে কঠোর সমালোচনা করেন সাবেক বাণিজ্যমন্ত্রী।
প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বাজেটের যে অর্থ বরাদ্দ করা হয়েছে এর কত অর্থ দেশের মানুষ ও দেশের জন্য খরচ হচ্ছে। আমরা যদি পদ্মা সেতুর উদাহরণ নিয়ে দেখি সেখানে দেখব, পদ্মা সেতু নির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১০ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে বিশ্বব্যাংক, এশিয়ান ব্যাংক, জাপানের সাথে নির্ধারিত করেছে, স্থানও নির্ধারণ করেছেন সেই ১০ হাজার কোটি টাকা এখন ৩০ হাজার কোটি টাকা করেছে। সেই হিসাবে ধরতে গেলে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে দুই বা তিন লাখ কোটি টাকার ওপরে জনগণ ও দেশের জন্য ব্যয় হবে কি না আমাদের সন্দেহ আছে।
সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো জনগুরুত্বপূর্ণ খাতে প্রস্তাবিত বাজেটের ব্যয় বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাজেটে কী করা উচিত ছিল প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকে সরকারের উচিত ছিল সবচেয়ে বড় অঙ্কের অর্থ ক্যাশ ট্রান্সফার জনগণের কাছে পাঠানো, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে এ জন্য বেশি করে খাদ্য পণ্য জনগণের কাছে পৌঁছে দেয়া, কৃষক থেকে শুরু করে যারা উৎপাদনের সাথে জড়িত তাদেরকে সাবসিডাইজ করা যাতে করে তারাও নিয়ন্ত্রণে রাখতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে লুটপাট বন্ধ করা। কারণ দিনের শেষে টাকা তো জনগণের কাছ থেকে সরকারকে নিতে হচ্ছে, জনগণকেই দিতে হচ্ছে।