অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়ির সামনে মহড়া, গুলি ছোড়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৫ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জ শহরের খানপুরে ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাছে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হননি। অয়ন ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে। অয়ন দলীয় কোনো পদে না থাকলেও জেলা ও মহানগর ছাত্রলীগের একটি অংশ তার অনুসারী।
এ বিষয়ে সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ছাত্রদল নেতা শাহেদ আহমেদ “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” সেøাগান দিয়ে আমার দলের নেত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। ওই ঘটনায় ছাত্রলীগের ছেলেপেলেরা সেখানে গিয়েছিলেন। তবে সেখানে তারা ছাত্রদলের কাউকে পাননি। ওই দিক দিয়ে আসার সময় অয়ন ছাত্রলীগের ছেলেদের বুঝিয়ে ফেরত নিয়ে আসেন। সেখানে ফাঁকা গুলি বা চকলেট বোমা ফাটানোর কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল গাড়ি ও মোটরসাইকেলে করে শহরের খানপুরে যায়। সেখানে গিয়ে তারা হাসপাতালের সামনের সড়কে চটপটিসহ অন্য দোকানপাট বন্ধ করে দেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদের বাড়ির সামনে গিয়ে মহড়া দেন। শাহেদের উদ্দেশে তারা গালিগালাজ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শায়েদ আহমেদ বৃহস্পতিবার বলেন, বুধবার দুপুরে তিনি দলের কাজে ঢাকায় এসেছিলেন। পরিবারের সদস্যরা তাকে ফোন করে জানান, অয়ন ওসমান, ছাত্রলীগ নেতা রিয়াদ ও তাদের লোকজন তার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। সেখানে তারা তিনটি ফাঁকা গুলি ছুড়েছেন। এ ছাড়া ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে যে সড়কে বসে আড্ডা দেন, সেখানে গিয়েও গালিগালাজ ও খোঁজাখুঁজি করেছেন তারা। শায়েদ আহমেদ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা আমার ওপর হামলা করতে চেয়েছেন। এ কারণে আমার বাড়ির সামনে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবার ও দলের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান বলেন, বুধবার রাতে অয়ন ওসমান ও তার বন্ধুরা খানপুরে ছাত্রদল নেতার শাহেদ আহমেদের বাড়ির সামনে গিয়েছিলেন। অয়ন ওসমানের সঙ্গে থাকা লোকজন কয়েকটি চকলেট বোমা ফুটিয়েছেন। ওই শব্দে লোকজন মনে করেছে, কেউ গুলি ছুড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।