সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে সরকারের লোকেরা : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সরকারের লোকেরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বাড়িয়ে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারী সিদ্ধান্ত মানুষের জীবনে মড়ার উপর খাঁড়ার ঘা। মানুষের জীবন চালানোই এখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে, অর্ধাহারে-অনাহারে থেকে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু সরকার জনগণের চিন্তা না করে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে ময়মনসিংহে দুর্যোগপূর্ন আবহাওয়ায় বিদ্যমান থাকায় বৃষ্টিতে ভিজেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্য হ্রাসের দাবীতে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।
এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, এড.এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামিম আজাদ, মাহবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে চরম দুর্ভোগে নিপতিত করেছে। তারা সরকার ও দেশ পরিচালনার পাশাপাশি জনদুর্ভোগ সমাধানে চরম ভাবে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। পদ্মা সেতু আওয়ামী সরকারের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের প্রতীক। এ সেতু নির্মাণে দূর্নীতি লুটপাট আড়াল করতেই জনগণের চরম দুঃসময়ে হাজার হাজার কোটি টাকা ব্যায় করে উৎসবের নামে জনগণের সাথে উপহাস করা হচ্ছে।
প্রিন্স আরও বলেন, সরকারের যদি জনগণের প্রতি নূন্যতম মমতা থাকে তাহলে এসব উৎসব পরিহার করে জনগণকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতো। কিন্তু তারা জনগনের কথা চিন্তা না করে দেশব্যাপী সন্ত্রাস,নৈরাজ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।