ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসুচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০০ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর মহানগর বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় কোর্ট চত্তর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় স্বাধীনতা চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। মহানগর বিএনপির আহবায়ক এ এফএম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মো: আজম খাঁন, যুগ্ম আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনান, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুন, জেলা যুবদলের সহ-সভাপতি মো: মাসুদুর রহমান লিমন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল মামুন (রতন) সহ মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।