আওয়ামী শাসকগোষ্ঠী সারাদেশে রক্ত ঝরাতে ব্যস্ত : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের বাড়িতে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা জোরপূর্বক ঢুকে ব্যাপক ভাঙচুর এবং বদিউল আলম মজুমদারকে বেদম প্রহার করে গুরুতর আহত করেছে। তিনি এখন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। সরকারদলীয় সন্ত্রাসীদের এই ন্যক্কারজনক ঘটনাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী পথ অবলম্বন করে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। দেশকে বিএনপিশূন্য করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর এখন প্রধান লক্ষ্য। এজন্য আওয়ামী শাসকগোষ্ঠী সারাদেশে রক্ত ঝরাতে ব্যস্ত। আর এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের বাড়িতে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা জোরপূর্বক ঢুকে ব্যাপক ভাঙচুর এবং বদিউল আলম মজুমদারকে বেদম প্রহার করে গুরুতর আহত করেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা প্রতিনিয়তই বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাদেরকে গুরুতর আহত করছে।। তবে সেদিন খুবই নিকটবর্তী যেদিন জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে বর্তমান ভোটারবিহীন সরকারের অপশাসনের মূলোৎপাটন ঘটবে। বিএনপি মহাসচিব বিবৃতিতে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সস্থতা কামনা করেন।
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পৃথক বিবৃতিতে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের বাড়িতে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা জোরপূর্বক ঢুকে ব্যাপক ভাঙচুর এবং বদিউল আলম মজুমদারকে বেদম প্রহার করে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বর্তমান ভোটারবিহীন সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর এভাবে হামলা ও রক্তাক্ত করে বিএনপিকে ধ্বংস করার আওয়ামী সরকারের মনোবাসনা কোনোদিনই পূরণ হবে না। জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবেলা করতে প্রস্তুত বলেও মাহবুবের রহমান শামীম উল্লেখ করেন। তিনি অবিলম্বে মো. বদিউল আলম মজুমদারের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।