বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:২৭ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি : আহবায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুরুল আমিন, যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, সদস্য মোঃ ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, গোলাম ছগির মজনু, নজরুল ইসলাম মোল্লা, মোঃ শাজাহান কবীর, আলহাজ¦ আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন ফকির, ইঞ্জিঃ আবুল কালাম আজাদ রানা, রীমা জামান, নাসির উদ্দিন মোল্লা, আঃ হক হাওলাদার, এনায়েত হোসেন দুলাল, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, অধ্যাপিকা আমেনা বেগম, হুমায়ুন হাসান শাহীন, কে এম শফিকুজ্জামান মাহফুজ, মাওলানা শাহজালাল রুমী, মোঃ ফারুক চৌধুরী, অ্যাডভোকেট ছগির হোসেন লিয়ন, অ্যাডভোকেট রঞ্জুয়ারা সিপু, কামরুজ্জামান হিরু, ফারুক পিয়াদা, শাহাবুদ্দিন সাকু, হুমায়ুন কবির মল্লিক, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।