সীতাকুণ্ডে অগ্নিকান্ডে হতাহতদের মাঝে তারেক রহমান এর খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০১:২৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে হতাহতদের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন এর ব্যবস্থাপনায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দরা।
খাদ্য ও চিকিৎসা সামগ্রী জেলা প্রশাসকের নিকট হস্তান্তর কালে সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে মালিক পক্ষের উদাসীনতার কারণে বানিজ্যিক নগরী চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত এই মর্মান্তিক ট্রাজেডি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন এবং নিহতদের রুহের মাগফেরাত ও হতাহতদের সুচিকিৎসা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ রহিম, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুদ্দীন জাহেদ, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এম সোহেল রানা সওদাগর, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা সদস্য সচিব প্রার্থী ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, নাজমুল হাসান সম্রাট, আবু জাহেদ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ জুবাইর, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এহসানুল করিম, রিদুয়ান মাহামুদ তারেক, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী আনিসুর রহমান আনাস, সদস্য সচিব প্রার্থী আবছার উদ্দীন, আব্দুল্লাহ আল রাফী সহ প্রমূখ।