আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন ইসলামী চেনতা পরিপন্থী - হাসান সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২১ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২৭ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনই ইসলামী চেনতা পরিপন্থী। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই ইসলামী চেতনাবিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়। এদেশ থেকে ইসলামী চেতনা ও নাম নিশানা মূছে ফেলা হচ্ছে। তিনি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেন, শুধু আবেগে শ্লোগান দিলেই চলবে না। গভীর পড়া লেখা করতে হবে। ইসলামী চেতনাবোধ জাগ্রত করতে হবে। বুকে ইসলামী চেনতা সঞ্চয় করে মাঠে নামতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার টঙ্গী আউচপাড়া কলেজ রোডে দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন বলেন, দেশ পরিচালনায় অবৈধ সরকারের কৃতিত্বের কিছু নেই। জনগণের কাছে তাদের জবাবদিহি না থাকায় ব্যর্থতার গ্লানিতেও তাদের কিছু যায়-আসেনা। তবে অবৈধ এই সরকারের পরিণতি হবে শ্রীলংকার চেয়েও ভয়াবহ।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুকুরের সভাপতিত্বে ও শাহ নাসির উদ্দিন নাসুর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের আহবায়ক এজিএস সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, সাইফুল ইসলাম টুটুল, তাজুল ইসলাম বেপারী, মুজিবুল হক দুলাল, যুবদল নেতা রফিকুল ইসলাম রিপন, আমজাদ হোসেন জুনা, ছাত্রদল নেতা শেখ মোঃ সুমন, যুবদল নেতা রমজান হোসেন বিল্লাল, সেলিম কাজল, ওমর ফারুক, সাদিকুর রহমান ভাসানী, ইঞ্জিনিয়ার জমশেদ আলী, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, হাবিবুর রহমান আজাদ, রাতুল ভূঁইয়া, রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারী, রিফাত রশিদ, জাকির হোসেন, শুভ মিয়াজী, তানশির আহমেদ, তাশিক সরকার, জাকারিয়া রিসাল, রাবেয়া বেগম প্রমুখ।