জোনায়েদ সাকীর ওপর হামলায় প্রমাণ হলো রাজনীতিতে দুর্বৃত্তায়ণ চলছে : জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। জোনায়েদ সাকীর ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ণ চলছে। দুর্বৃত্তায়ণের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাস মুক্ত রাজনীতির পক্ষে।
আজ বুধবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীকাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধদের দেখতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জিএম কাদের।
তিনি বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।