স্বেচ্ছাসেবক দল থেকে আজীবন বহিস্কৃত নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৭ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৫৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
গত ১৮ মে ২০২২ তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে দলীয় নির্দেশনা অমান্য করার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছিল।
তার সাথে কোন ধরণের যোগাযোগ না রাখার জন্য এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কোন কর্মকান্ডে জড়িত না থাকার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ প্রদান করা হয়েছে।
নিজাম উদ্দিন কায়সারের সঙ্গে যোগাযোগ কিংবা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কোন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।