দ্রব্যমূল্যের উর্দ্ধগতির মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২২ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির মধ্যে গ্যাসের অস্বাভিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারের গণ বিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকার একদিকে যেমন গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হরণ করেছে,অন্যদিকে সরকারের ভ্রান্তনীতি, দুর্ণীতি, অব্যাবস্থাপনার কারণে গণ দুর্ভোগ সৃস্টি করেছে।
দ্রব্যমূল্য আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী আজ যে মন্তব্য করেছেন, তা চরম দায়িত্ব জ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার, কিন্তু তা না করে জনগণকে আতঙ্কিত করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৭ জুন) বিকেলে তিনি ময়মনসিংহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় বক্তব্যে এ কথা বলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ্ শিব্বির আহমেদ ভুলু, ফারজানা রহমান হোসনা, এড.এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সন্ধ্যায় ময়মনসিংহের পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সভায় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক,আইনজীবী, কৃষিবিদসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডা.এ কে এম ওয়ালি উল্লাহ,ডা.মোহাম্মদ আলী সিদ্দিকী, ড.মো.আবদুল কুদ্দুছ, অধ্যাপক ড.মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড.আহমদ খায়রুল হাসান,এড.মাসুদ তানভীর তান্না,মোহাম্মদ আবদুস সাত্তার ভূইয়া, এম.আইয়ুব আলী,মোস্তাফিজুর রহমান,শেখ ইউসুফ লিটন বক্তব্য রাখেন।