সীতাকুণ্ডে দুর্ঘটনায় হতাহতদের জন্য ওলামা দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ওলামা দলের উদ্যোগে আজ মঙ্গলবার (৭ জুন) বাদে আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে হতাহতদের জন্য খতমে কোরান পড়ানো হয়। তাছাড়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ চিশতী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা কাজী এম এ হান্নান জিলানী, মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা শহিদুল্লাহ চিশতী, দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আনিস, উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ডা. রফিক উল্লাহ হামিদী, দক্ষিণ জেলা ওলামা দলের সি. যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুল করিম ছানুবী, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. ইলিয়াছ, বাঁশখালী পৌর বিএনপি'র আহ্বায়ক রাশেল ইকবাল, মাওলানা আতিকুর রহমান ফারুকী, আসাদুর রহমান টিপু, এমতাজুল হক জিল্লু, ওলামা দলের মাওলানা মাহমুদুল হক চৌধুরী, মাওলানা মহিউদ্দিন পুকুরী, মাওলানা জিয়া উদ্দিন বাবলু, হাফেজ মো. শরাফত উল্লাহ, হাফেজ মো. মনির, মাওলানা মোস্তাফিজুর রহমান, আবদুস সবুর প্রমুখ।