চট্রগ্রাম সীতাকুণ্ড ট্রাজিডি আহতদের পাশে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান'র নির্দেশনায়, চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত ঢাকা মেডিকেল বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোজখবর নিতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (৭ জুন) চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে চট্রগ্রাম মহানগর বিএনপি ও ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) প্রতিনিধিদল চট্রগ্রাম মেডিকেল কলেজে যান।
এসময় তারা আহতদের খোঁজ নেন এবং বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ইত্যিমধ্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল এর নেতাকর্মীরা হাসপাতালে আহতদের জন্য খাবার পানি, ফলমূল বিতরণ করেন।
সার্বক্ষণিক ভাবে নেতাকর্মীরা হাসপাতালে আহতদের সেবায় নিয়োজিত আছে বলে জানিয়েছেন ডাঃ শাহাদাত হোসেন। তিনি ঘটনার স্থলের আশে পাশে গ্রামের মধ্যে বাড়িতে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। এই সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃত্বাধীন কাজী সালাউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, জয়নাল আবেদীন, শাহাবুদ্দিন, সামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।