নবাবগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩৭ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে বেনুখালী গ্রামের ইকবাল গাজীর বাড়িতে এ অনুষ্ঠান করা হয়। আগলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনগুলো এর আয়োজন করেণ। দোয়ার পূর্বে আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবেদ হোসেন, সরকারি দোহার কলেজের সাবেক ভিপি হারুন উর রশীদ ওসমানী, ঢাকা জেলা কৃষকদল নেতা এমএ রশীদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি তপন মোল্লা, উপজেলা বিএনপিনেতা আজিজুল ইসলাম, আব্দুল বাতেন, স্বপন চৌধুরী, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব, ইমরান হোসেন, মহিউদ্দিন তুষার, কলাকোপা ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম চৌধুরী, কৈলাইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, আগলা ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল গাজী, সাংগঠনিক সম্পাদক, আফানুর রহমান, গাজী হাসেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের জসিম উদ্দিন, সাগর সহ উপজেলা বিএনপি ও ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও উপজেলা প্রয়াতনেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।