সীতাকুণ্ড বিস্ফোরণে আহতদের মাঝে নোমানের জরুরী চিকিৎসা সামগ্রী হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৫৭ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
চট্টগ্রাম মেডিকেল কলেজে সীতাকুণ্ড বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে গুরুতর আহতদের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের উদ্যোগে ০৭ জুন ২০২২ ইং দুপুর ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ শামীম আহসান এবং সহকারী পরিচালক (প্রসাশন) ডাক্তার হুমায়ুনের কাছে জরুরী চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপি'র যুগ্ম আহবায়ক এড. আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, ইকবাল হোসেন, মামুনুল ইসলাম হুমায়ুন, জসীম উদ্দিন জিয়া, সাইদুর রহমান বেলাল, ফরিদুল আলম, খাজা আলাউদ্দিন, কাজী শামসুল আলম, এড. ইকবাল, এড. জায়েদ বিন রসিদ, শেখ রাসেল, রবিউল হোসেন রবি, কে আলম, শহীদুল ইসলাম শহীদ, আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, জাহেদ হোসেন খান জসি, আবদুল্লাহ আল নোমান, খোরশেদ আলম শাওন, ইয়াসিন আরাফাত, কামরুল হাসান আকাশ, মোঃ ফয়সাল জিয়া, শফিকুর রহমান, এমরান হোসেন রাব্বি, সুরুজ মিয়া, শাহাদাৎ হোসেন মাসুদ, জিসান প্রমুখ।