যুবদল সবসময়ই আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে : দীপ্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৭ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, যুবদল সবসময়ই আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরিব হয়নি বরং গরিব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ। সীতাকুন্ডের এই অগ্নিবিস্ফোরণে মানবতা যখন বিপন্ন, তখন আমরা এগিয়ে এসেছি খাবার, ফলমূল ও চিকিৎসা সামগ্রী নিয়ে।
আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে ডিপোতে অগ্নিদ্বগ্ধে রোগীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে খাবার, ফলমূল ও ঔষধ সামগ্রী হন্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন, গুলজার হোসেন, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, নগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সহ সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম শাহেদ, গুলজার হোসেন মিন্টু, জাফর সাদেক সোহেল, মঞ্জুরুল আলম মঞ্জু, থানা যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, মোঃ বজল আহমেদ, সদস্য সচিব তাজ উদ্দিন তাজু, হাবিব উল্লাহ খান রাজু, শওকত খাঁন রাজু, মোঃ নুর খাঁন, মোঃ সারোয়ার আলম, মাহবুব খাঁন জনি আজীজ চৌধুরী, সাইফুল আলম রুবেল, শাহাদাত হোসেন খান পারভেজ, খালেদ সাইফুল্লাহ, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, রেদোয়ান হোসেন জনি, মোঃ মামুন, নাসির উদ্দিন পিন্টু, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ ইউনুছ, মোঃ জহিরুল ইসলাম জহির, দেলোয়ার হোসেন, মোঃ আজিম, দস্তগীর হোসেন রিয়াদ, কফিল উদ্দিন পিন্টু, মেজবাহ উদ্দিন উজ্জ্বল, ইমাম উদ্দিন তারেক, পেয়ার আলী, এস, এম অভিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।