সীতাকুণ্ড অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ড্যাব এর শোক, মেডিকেল টীম গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:০০ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।
সংগঠনটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা ভয়াবহ এই ঘটনার দীর্ঘ ৪০ ঘন্টা অতিবাহিত হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় সরকারের ব্যর্থ পরিকল্পনার সমালোচনা করেছেন। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিসের অকুতোভয় বীরদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন এবং যে সকল ফায়ারকর্মী শাহাদাৎ বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ড্যাব নেতৃবৃন্দ এই নৃশংস কর্মকান্ডের জন্য দায়ী ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এবং নিহত ও আহত ব্যাক্তিদের যথাযথ আর্থিক সহায়তা প্রদানসহ তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইতিমধ্যেই ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম-মহাসচিব ডাঃ মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে অন্যতম যুগ্ম-মহাসচিব ডাঃ মোঃ শহিদুল হাসান বাবুল, সম্পাদক ডাঃ মুহাম্মদ জাফর ইকবাল ও সহ-সম্পাদক ডাঃ মোঃ মশিউর রহমান কাজল এর সমন্বয়ে একটি টিম ঢাকায় বার্ন ইনিস্টিউটে ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য অধ্যাপক ডাঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরনে হতাহতদের সহযোগিতা প্রদানের জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, (ড্যাব) কর্তৃক গঠিত “মেডিকেল টীম”।
আহ্বায়ক, অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন । ০১৭১১১৭৪৭০৭৮
সদস্য সচিব, ডা. এসএম সারোয়ার আলম । ০১৯১৯১০২১৭১
সদস্য (জেষ্ঠতার ভিত্তিতে নয়)
নাম মোবাইল নাম্বর নাম মোবাইল নাম্বর
অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক। ০১৮১৯৩১০৫৭৩
অধ্যাপক ডা. মোঃ আব্বাস উদ্দীন। ০১৯১১৮৮১৫৪৮
ডা. মোঃ ফয়েজুর রহমান। ০১৮১৭৭১২১১৯
ডা. বেলায়েত হোসেন ঢালী। ০১৮১৯৯১৭৪৭৫
ডা. এসএম ইফতেখারুল ইসলাম লিটন। ০১৮১৯৩৬৬৬৯৭
ডা. মোঃ ঈসা চৌধুরী। ০১৮১৯৩৮০১৪০
ডা. শোয়েবুল করিম। ০১৮১৯৩৯৯৪৭৭
ডা. রিফাত কামাল রনি। ০১৮১৬৩২৫৪৮১
ডা. মোঃ মিনহাজুল আলম। ০১৭১৬৩৪৯৭১২
ডা. রানা চৌধুরী। ০১৭১৯১২৩১৮৫
ডা. শাকির উর রশিদ। ০১৭১৬৪৯১৬১৩
ডা. মোঃ মইনুদ্দীন। ০১৮১৭৭২১৮১০
ডা. মেহেদী হাসান। ০১৮৮৭৬৬৪৬০৫
ভর্তিরত রোগীদের হাসপাতাল সমূহেরনামঃ
১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,
২) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ,
৩) ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতাল, ফয়েজ লেক,
৪) পার্কভিউ হাসপাতাল, পাঁচলাইশ।
ভলান্টিয়ার তালিকাঃ (জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল)
নাম মোবাইল নাম্বর
এইচ এম রাশেদ খান ০১৬৮০১৫৫৬৮৬
বেলায়েত হোসেন বুলু ০১৮৭২০৮১৭০১
খায়রুল আলম দিপু ০১৮১৮- ৮৪৩৫২১
মঈনুদ্দিন রাশেদ ০১৯১৯-২০১২০৯
জিয়াউর রহমান জিয়া ০১৭১১-৩৬৯২৫৪
আলী মর্তুজা খান ০১৮৬০৬০৫১৫৬
জমির উদ্দিন নাহিদ ০১৭১১-৬৬৯২৬৮
এম. আবুবক্কর রাজু ০১৮৯-৬১১৪৯৯
জাহিদুল ইসলাম ০১৮৬৪৬৪১৬৯
ডাঃ মীর কাশেম মজুমদার ০১৬৮৩৪১৬৪২৬
চট্টগ্রাম কারো যে কোন গ্রুপ এর রক্ত লাগলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন।
নাম মোবাইল নাম্বর
Sourav (A-) 01753961657
Faysal (A-) 01830361562
Niloy (A-) 01822116436
Yeasin Arafat (A-) 01840466115
Iqbal hossin a- 01824693877
Emon (B-) 01814287904
Mojammal (B-) 01818028020
Shishir (B-) 01845807021
Blood Showrav (O-) 01816441130
Unknown (O-) 01812755324
Asif (O-) 01861257845
Nabab (O-) 01682506914
Tareq (O-) 018222686
Yousuf (B+) 01830659678
Shuvo (B+) 01671616761
Sabbir (B+) 01744476296
Muzakkir (B+) 01819358942
Masum ( B+) 01825374848
Mamun ( B+) 01674366351
Jiku ( B+) 01670373650
Jahangir (B+) 01729926444
Imon (B+) 01814240929
Faravi (B+) 01919417084
Delwar (B+) 01815535258
Babu (B+) 01814292525
Arman (B+) 01815545440
Rasel (B+) 01817700810
Jafori (B+) 01917663876
Sonjoy (B+) 01827285095
Arfin (B+) 01763817336
Milton (B+) 01674809396
Opu (B+) 01827770122
Atahar (B+) 01815137420
Asif 01682872300
Shahariar (O+) 01817770203
Sajid (O+) 01812747444
Ovi (O+) 01819106078
Morshed (O+) 01813802789
Hashib (O+) 01675247756
Faysal (O+) 01814181625
Enam (O+) 01814432072
Emad (O+) 01674946131
Elias (O+) 01818827368
Ehsan (O+) 01817205540
Shuvo (O+) 01670536856
Amit (O+) 01675922154
Alamgir (O+) 01919960925
Yasir (O+) 01814274974
Asif (O+) 01818055061
Arshad (O+) 01922595331
Akram (O+) 01818100074
Sharif (O+) 01836418360
Rishat (O+) 01670259170
Rakib (O+) 01830093251
Rafiq (O+) 01917476946
Shaikat (O+) 01620467425
Nasif (O+) 01821589858
Irfan (AB+) 01858397470
Absar (AB+) 01913613816
Fahmida (AB+) 01927247199
Jihadi (AB+) 01859362299
Tanvir : (AB+) 01616203020
Kaysar (AB+) 01840670762
Amjad (AB+) 01825122615
Shuvo (AB+) 01811840540
Munna( AB+) 01813540950
Jishu Barua (AB+): 01620259977
Taher (A+) 01815349565
Shohan (A+) 01670379248
M.H. Rifat (B+) 01763378690