গাজীপুর সদরে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৬ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ জুন) সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগড়ী এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর পরিচালনায় উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, পৌর বিএনপির সভাপতি এডঃ কাজী খাঁন, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম, জেলা ছাএদলের সাধারন সম্পাদক ইয়াসিন মোল্লা, সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর সিকদার, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ইসলাম উদ্দিন, ভাওয়ালগড় বিএনপি'র সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাষ্টার, মির্জাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফজলুল হক মুসুল্লি চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বাদল আহমেদ, পিরুজালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম সরকার, সাধারন সম্পাদক ডিএম আজাহার, বাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, প্রচার সম্পাদক, মুনসুর,সহ শ্রম বিষায়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, ছাত্র বিষায়ক সম্পাদক আছিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলে সাধারণ সম্পাদক আলাল মিয়া, যুগ্ম আহবায়ক নাজমুল মন্ডল, যুগ্ন আহবায়ক আমির হোসেন রিপন সহ উপজেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ।