ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানাধীন ৪৩, ১৭ ও ৪৮ ওয়ার্ড বিএনপি'র সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৩৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানাধীন ৪৩, ১৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র সম্মেলন বেলা ২টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
আজ সোমবার (৬ জুন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক ও ডাকসু'র সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক যথাক্রমে যথাক্রমে আনোয়ারুজ্জামান আনোয়ার, মোয়াজ্জেম হোসেন মতি, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, মোঃ আক্তার হোসেন, মোস্তফা জামান, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, আহসান হাবিব মোল্লা, আফাজ উদ্দিন, আমজাদ হোসেন মোল্লা, এ্যাডভোকেট আক্তার হোসেন, এ বি এম এ রাজ্জাক, জিয়াউর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন- ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র আহবায়ক মোঃ বিল্লাল হোসেন।
প্রধান অতিথি'র বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি'র ৮টি জোনের ৭১টি ওয়ার্ডে সম্মেলনেরচলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি'র খিলক্ষেত থানাধীন ৪৩, ১৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র ৭১টি ওয়ার্ড থেকে ভোটের মাধ্যমে নেতা নির্ধারণের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে খিলক্ষেত থানাধীন ৪৩, ১৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডের এই সম্মেলন। আগামীতে জাতীয় নির্বাচনেও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আমাদেরকে এখন এই মূহুর্ত থেকে আন্দোলনের মরণপন শপথ নিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, দেশের মানুষের এখন বাক-ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নাই। বিচার-বিভাগ সবসময় সরকারের মুখাপেক্ষী। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে সরকার। এমতাবস্থায় অবৈধ আওয়ামী সরকার এখন নিজেদের ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতে বিরোধী নেতাকর্মীদের ওপর বেপরোয়া স্টীম রোলার চালিয়ে যাচ্ছে। আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি'র খিলক্ষেত থানাধীন ৪৩, ১৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন ভোটের মাধ্যমে শুরু শুরু হয়েছে যা ইতোপূর্বে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সম্মেলনগুলোরই ধারাবাহিকতা। বিএনপি নেতাকর্মীরা সবসময় শান্তিপ্রিয়। তারা শাািন্তপূর্ণভাবে যেকোন আচার-অনুষ্ঠান করতে আগ্রহী। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও সম্মেলন সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।