জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকি উপলক্ষে লোহাগড়ায় দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৮ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকি উপলক্ষে লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৫ জুন) দুপুরে লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটের হলরুমে উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আবু হায়াত সাবু, জেলা কৃষকদলের সদস্য সচিব ইনামুল কবির চন্দন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি শফিকুল ইসলাম সবুজ, জিএস মোঃ সাচ্ছু মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিন্টু, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম,সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর কাউন্সিলর মোঃ মিলু শরিফ, লোহাগড়া পৌর যুবদলের সদস্য সচিব শেখ হেলাল, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মিলন গাজী. উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াসউদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের রিয়াজুল ইসলাম মুন্না প্রমুখ।
পরে হাফেজ সিরাজুল ইসলাম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সবার মাঝে খাবার বিতরন করেন।