জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪০ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা-১২ আসনের বিএনপির অভিভাবক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এর পক্ষ থেকে মহান নেতার রুহের মাগফেরাত কামনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও খাবার সামগ্রী বিতরণ।
গতকাল রবিবার (৫ জুন) উক্ত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের ধানের শীষের কান্ডারী সাইফুল আলম নীরব, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ২৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হানিফ বাবুল, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি নেতা আবু বকর বাকার, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি নেতা জিয়াউর রহমান বাবু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাজু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, ২৪ নং ওয়ার্ড যুবদল সাবেক সভাপতি মোঃ আলি, ২৫ নং ওয়ার্ড যুবদল সাবেক সভাপতি মোঃ আশ্রাফুল আলম আকাশ, ২৫ নং ওয়ার্ড যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান টিটু, ২৪ নং ওয়ার্ড যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিকী সুমন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদল নেতা মোঃ আনিছুর রহমান মানিক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।