মানুষ পুড়ছে সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৫ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:০১ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সরকার চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা আড়াল করতেই গ্যাসের মূল্য বৃদ্ধি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গ্যাসের মূল্য বৃদ্ধিতে সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর সেই সময়ে গ্যাসের দাম বাড়িয়ে তিনি দেশের মানুষকে আরো শোকাচ্ছন্ন করেছেন।’ তিনি বলেন, ‘মানুষ জ্বলছে, মানুষ পুড়ছে অথচ সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। সেই বিখ্যাত প্রবাদ রোম পুড়ছে আর বাঁশি বাজাচ্ছেন সম্রাট নিরো।’
আজ সোমবার (৬ জুন) সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘উৎপাদন পর্যায়ে গ্যাসের দাম বাড়ার কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে, কৃষি উৎপাদনের দাম বাড়বে, শিল্প উৎপাদনের দাম বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে, সেটা ব্যক্তিগত পর্যায়ে দুর্বিসহ হয়ে উঠবে।‘
তিনি বলেন, ‘গ্যাসের দাম যেভাবে বাড়ানো হলো, তাতে যারা সাধারণ চাকুরীজীবি তাদের জন্য গ্যাসের চুলা জ্বালানো কঠিন ব্যপার হয়ে গেল। এটার একটা চেইন রিয়েকশন তৈরি হবে প্রত্যেকটি ক্ষেত্রে।’
মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি’র এই মুখপাত্র বলেন, ‘আপনাদের আরো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল ব্যারিকেড ভাঙ্গতে হবে‘।
এর আগে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশের সাথে মহিলা দলের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।
বিক্ষোভ মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নায়েবা ইউসূফ, অ্যাডভোকেট রুনা লায়লা, রুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।